শনিবার, ৩ মে, ২০১৪

ইমেল আ্যড্রেস্ খুঁজে বের করার ১১টা সহজ উপায়



বুলবুল আহমেদ যশোর
আমরা যখন ইমেল মার্কেটিং করি তার জন্য প্রয়োজন হয় আমাদের যে কোন ইমেল আ্যড্রেস্‌। আর আমি এখানে ইমলে বলতে কোন বিশেষ ইমেল কে নির্দেশ করিনি যেমনঃ- জিমেইল, ইয়াহু, হটমেল ইত্যাদি। আমি ইমেল বলতে সব ধরনের ইমেল কে বুঝিয়েছি।  কিছুদিন আগে আমি একটা ফেসবুক গ্রুপে একটা বিজ্ঞাপন দেখেছিলাম যে, সেখানে একজন কে নিয়োগ দেওয়া হব ইমেল আ্যড্রেস্‌ খুঁজে বের করার জন্য,তো আমি আবেদন করলাম সেখানে কিন্তু তিনি আমাকে সেখানে বলা হয়েছিল যে,আমাকে গ্রামীণ ফোন কোম্পানীর CEO এর ব্যক্তিগত ইমেল আ্যড্রেস্‌ খুঁজে বের করে দিতে হবে। তো আমি জানতাম যে এটা অনেক সহজ কাজ কারণ আমার কাছে ছিল একটা সফটওয়্যার যেটা দিয়ে আমি ওয়েব সাইট দিয়ে সার্চ দিলাম কিন্তু আমি যে ইমেল পেলাম সেটা আসলে গ্রামীণ ফোনের CEO এর না। তো আমি যখন ফেল করলাম তখন ভাবলাম কি করে এটা থেকে বের হওয়া যায়। আর তারপর বের করলাম ১২ পদ্ধতি আর আমি সেটা এখন এখানে আলোচনা করব। যেটা পড়লে আমার মতে হয় আপনাদের কারও ব্যক্তিগত ইমেল খুঁজে বের করা অসম্ভব হবে না। তাহলে চলুন শুরু করি ইমেল খোঁজা…………………………..

পদ্ধতি সূমহঃ- 
  1. Google Email
  2. Business Email
  3. Advance Search Operators
  4. Social Media
  5. Whois Lookup
  6. People Search
এখন জানব কেন একজন মানুষের ইমেল আমাদের প্রয়োজন হয়? কি কারণে আমাদের লাগবে তাদের সেই ইমেল আ্যড্রেস্‌?
১. তথ্য শেয়ার করার জন্য
২. ইন্টারভিউয়ের জন্য
৩. কোন ব্যক্তিগত তথ্য শেয়ার করার জন্য
৪. ব্যক্তিগত ব্লগে লেখার জন্য, সামাজিক যোগাযোগের জন্য ইত্যাদির জন্য……………

আর আমরা এই তথ্যগুলো পায় কোম্পানি Contact Us থেকে কিংবা অন্য কোন স্থান থেকে কিংবা অন্য কোন মাধ্যম থেকে আর আবার অনেক সময় এই তথ্যগুলো পাওয়া যায় না যেমন টা আমি পাইনি।



ইমেল আ্যড্রেস্‌ খুঁজে বের করার ১২ টি উপায়ের নিয়ম শুরু করলাম তাহলে……………………


বুলবুল আহমেদ যশোর

১. নাম দিয়ে গুগল সার্চঃ- প্রথমে আমরা যেটা করব সেটা আমরা ব্যক্তির নাম ধরে সার্চ করব। আমরা যদি ব্যক্তির নাম জানি তাহলে আমরা প্রথমে তার মান দিয়ে গুগলে সার্চ দিব সাধারণত আমরা অনেকের নাম জানি যাদের নাম জানি তাদের নাম দিয়ে সার্চ দিতে হবে। তবে সাধারণত আমরা বায়ারের কাজ করে থাকি তাই আমি বা আপনি ক্লাইন্টের নিকট থেকে তথ্য নিব তারপর আমরা শুরু করব ইমেল আ্যড্রেস্‌ খোঁজা।

সূত্রঃ-
# [name]+email or email address
# [name]+contact  or contact information or contact me
২. নাম ও স্থানের নামঃ- যখন আপনি উপরের উল্লেখিত নিয়ম দিয়ে সার্চ দিয়ে আপনার কাঙ্খিত ইমেল খুঁজে পাবেন না তখন আপনি কি করবেন??? তখন আপনি এই নিয়ম টা ফলোআপ করতে পারেন।
# [name] + “home town”
# [name] + company they work for”

আপনি এখানে আপনার সফলতার ১০% পেতে পারেন। আপনি আপনার সার্চের ক্ষেত্রে আপনি আর ও মডিফা করতে পারেন।  যেমন আপনি আর ও অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতে পারেন।  

বুলবুল আহমেদ যশোর

৩. ব্যাবসায়িক নেটওয়ার্ক ইমেল আ্যড্রেস্‌ খোঁজাঃ- ধরুন আপনার একটা সফট্যায়ার কোম্পানীর আছে কিংবা  আপনি একজন সফট্যায়ার নির্মাতা তাহলে আপনার প্রয়োজন আপনার সফট্যায়ার বিক্রয় করার তাহলে আপনি বা আপনার ক্লাইটের প্রয়োজন কোন কোম্পানীর ইমেল আ্যড্রেস্‌। আর এর জন্য আমার সেই সমস্ত কোম্পানীর ইমেল খুঁজব সেই সমস্ত কোম্পানীর LinkedIn or Zoominfo থেকে সেখানে আমরা তাদের সঠিক তথ্য বা সঠিক ইমেল খুঁজে পেতে পারি আর আমরা এখানে সফল হতে পারি প্রায় ৯০%

সূত্রঃ-
# [name] + LinkedIn
# [name] + ZoomInfo

ব্যাসিক কোম্পানীর নাম খোঁজাঃ- আপনি যখন কোন ব্যক্তির ব্যক্তিগত ইমেল খুঁজে পেতে সফল হয়েছে তখন আপনি সেই ব্যক্তির বা তিনি যেখানে কাজ করেন সেই কোম্পানীর সম্পর্কে তাদের ইমেল আ্যড্রেস্‌ খুঁজবেন। আপনি এখানে আপনি আর ও সফল ভাবে এটা সেটা খুঁজে বের করতে পারবেন। আমি যেই সফট্যায়ার ব্যবহার করি আপনি ও সেটা ব্যবহার করে দেখতে পারেন আমি এখানে লিংঙ্কটা দিয়ে দিলাম এতে ক্লিক করে দেখতে পারেন। আপনি যখন এই সফট্যায়ার টা আপনার কম্পউটারে ব্যবহার করবেন তখন আপনি এটাতে উক্ত কোম্পানীর ওয়েব সাইটের নাম ব্যবহার করে সার্চ করুন তাহলে সব ধরণের ইমেল আপনি পেয়ে যাবেন সেটা তাদের Contact ইমেল হিসাবে আছে কিংবা তার চেয়ে আর ও বেশী কিছু।

সূত্রঃ-
#[Name] + email
# [Name] + Contact
 বুলবুল আহমেদ যশোর

৫. ব্যাসিক কম্পানি সার্চ অপশনঃ-  যাই হউক আমার মনে হয় আপনি এতক্ষনে এটা চেষ্টা করে দেখেছেন যে আপনি কি করছেন আর আমি আপনাদের কি করতে বলেছি। হয়ত বা সফল হয়েছে কেউ আবার কেউ বা আমাকে ভূয়া বলতে শুরু করেছেন। যাই হউক এবার আমরা একটা কোম্পানীর ব্যাসিক সার্চটা দেখব। এখন আপনি কি করবেন গুগলে সার্চ ব্যবহার করবেন গুগল ক্রোয়ারি ব্যবহার করে আর যে সূত্রটা লিখবেন টা হল…………….

সূত্রঃ-  
# Site: companywebsite.com + [name] + email
# Site: companywebite.com + [name] + contact
# Site: companywebsite.com + [name] + contact us   
০৬ অ্যাডভান্স কোম্পানি সার্চ অপারেশনঃ- এবার আপনাদের দেখাব যে, আপনি কি করে আর ও ভাল করে একটা প্রতিষ্টানের ইমেল আ্যড্রেস্‌ খুঁজে পাবেন। উদাহরণ স্বরূপ আপনি আমাদের প্রতিষ্টান Advance Institute of Technology এর ইমেল আ্যড্রেস্‌ খুঁজে বের করার চেষ্টা করছেন, আর আগে আমি যে নিয়ম আপনাদের দেখিয়েছি তা কোন কাজে লাগছে না, অব্যশই না লাগা কোন সম্ভবনা নেই। কারণ আমি আগেই এটা পরিক্ষা করে দিখেছি অব্যশই কাজে আসবে এই সূত্রগুলো। তারপর ও অনেক সময় দেখা যায় যে, এটা কাজে লাগে না তার জন্য এই ব্যবস্থা। এবার আবার দেখাব এই সূত্র আপনাদের কাজে আসবে…………………..
 সূত্রঃ-
# site: companywebsite.com +ken.lyons [at] company.com
#site: companywebsite.com + kenlyone [at] company.com
# site: companywebsite.com + klyone [at] company.com
# site: companywebsite.com + ken [at] company.com
# site: comepanywebsite.com + ken_lyone [at] company.com
আপনি যদি এটা ফলোআপ করেন তাহলে আমি আশা করি আপনি ৮০% সফল হতে পারবেন।

নোটঃ- আমি এখানে “@” এর ব্যবহারের পরিবর্তে  [at] লিখেছি যাতে এখানে কোন প্রকার ব্যাক লিংঙ্ক বা ইমেল অপশন চালু না হয়।


০৭ উদ্দেশ্যহীন ভাবে খোঁজার জন্যঃ-  এখানে আপনাকে দেখাব যে আপনি কিভাবে একটা ইমেল কে খুঁজে বের করেন কোন উদ্দেশ্য ছাড়ায়। বেশী বকবক করব না কারণ আর্টিকেলটা অনেক বড় হতে চলেছে……………

সূত্রঃ-
# Drexel mr/dr/miss/mis. [person’s name] @drexel

এখানে সূত্র মাত্র একটা কিন্তু লাভ অনেক আপনি যদি এটা দিয়ে সার্চ দিয়ে থাকেন তাহলে আপনি এতক্ষনে বুঝে গেছেন যে আপনি কি কি পাচ্ছেন একটা সার্চে কারণ আপনি এই সার্চে বোনাস হিসাবে পাচ্ছেন এই ব্যক্তির ফোন নাম্বার ফোন ডাইরেক্টরি থেকে।

 বুলবুল আহমেদ যশোর
এখানে আপনি দেখলেন সাধারণ ভাবে কিভাবে সার্চ দিল ইমেল আসে। এবার দেখাব কি করে সোসাল মিডিয়া থেকে কিভাবে আপনি একজনের ইমেল অ্যাড্রেস্ বের করবেন।

০৮ সোসাল মিডিয়া প্রোফাইল সার্চঃ-  আপনি আমি কিংবা সবাই জানে যারা সাধারণত এই লাইনে আছে আপনি যেহেতু এটা পড়ছেন তার মানে এই যে আপনি সোসাল নেটওয়ার্ক সম্পর্কে জানেন। দেশের অব্যস্থা এমন জায়গাতে দাঁড়িয়ে যে প্রায় প্রতিটা লোকের ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম একটা Account আছে, আর যেটার মাধ্যমে আমরা সহজে একজন ব্যক্তির ইমেল আ্যড্রেস্‌ খুঁজে বের করতে পারি।

সুত্রঃ-  
# name + facebook
# name + twitter
# name + google plus
# name + naymz

বুলবুল আহমেদ যশোর
০৯ ব্যক্তিগত ওয়েব সাইট বা ব্লগ সার্চঃ-  বর্তমান সময়ে যেমন প্রতিটা মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচিত আছে তেমনি এখন বিহির বিশ্বে প্রায় প্রতিটা মানুষ ই এখন তাদের মতামত প্রকাশ করার জন্য ব্লগ বা ওয়েব সাইট তৈরী করছে। কিছু কিছু সাইট আছে তারা যেখানে ফ্রি তে ওয়েব সাইট বা ব্লগ সাইট খুলে থাকে যেমনঃ- গুগলের ব্লাগারস ডম কম কিংবা ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেস ডম কম ইত্যাদি।
সূত্রঃ-
# site: personalblog.com + [name] + email
# site: personalblog.com + [name] + contact
# site: personalblog.com + [name] + contact me
# site:personalblog.com + kenlyons [at] personalblog.com
# site: personalblog.com + ken.lyons [at] personalblog.com
# site: personalblog.com + klyons [at] personalblog.com
# site: personalblog.com + ken [at] personalblog.com
# site: per sonalblog.com + ken_lyons [at] personalblog.com

১০. Whois সার্চঃ- এটা হচ্ছে সেই সার্চ যার মাধ্যমে আপনি একটা ওয়েব সাইট কে বা কার নামে রেজিস্টেষন করা তার ইমেল ইনফরমেশন পাবেন আপনি এই সার্চ থেকে সরাসরি ওয়েব হোস্টিং ডাইরেক্টরি থেকে।

১১. ১২৩ পিপল সার্চঃ- www.123people.com এই ঠিকানা থেকে আপনি একজন মানুষ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সে কি করে থাকে কোথায় ইত্যাদি। আপনি চায়লে এখান থেকে একটা নিদির্ষ্ট জায়গা ও নির্বাচন করে সার্চ করতে পারেন। যেমন আপনি যার নামে সার্চ দিয়েছেন তিনি থাকেন আমেরিকার নিউ ওয়ার্ক সিটি তে তাহলে আপনি এই সাইটে আপনি স্থানের অপশনে NY দিয়ে দিতে পারেন তাহলে আপনি আর ও সহজে উক্ত ব্যক্তি সম্পর্কে আর ও তাড়াতাড়ি তথ্য পেতে পারেন।

 বুলবুল আহমেদ যশোর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন